Tital

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

বিসিএস প্রিলিমিনারীতে বিজ্ঞান বিষয়ে যা যা পড়বেন

 
বিসিএস প্রিলিমিনারীতে বিজ্ঞান অংশে থাকে ২০ টি প্রশ্ন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা তারা তেমন একটা না পড়েও এই অংশ থেকে ১৫ টি প্রশ্ন অনায়াসেই উত্তর করতে পারে। তবে কনফিডেনটলি উত্তর করার জন্য এবং ভালো নম্বর তোলার জন্য কিছু টেকনিক ফলো করতে হবে। যারা বিজ্ঞান বিভাগের নয় তাদের ও উচিত এই অংশটা দেখা। ভালোভাবে পড়লে এবং আয়ত্ত করলে ২০ টির মধ্যে ১৮ টি সঠিক করা অসম্ভব কিছু না।
 
বিজ্ঞান অংশের জন্য যে সব বই ফলো করবেনঃ
১) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী]
২) মাধ্যমিক পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী]
৩) মাধ্যমিক রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী]
৪) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান [৯ম শ্রেণী]
৫) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম শ্রেণী]
৬) মাধ্যমিক কম্পিউটার বিজ্ঞান [৯ম শ্রেণী]
৭) MP3 সিরিজের দৈনন্দিন বিজ্ঞান
৮) এস্যুরেন্স বিসিএস প্রিলিমিনারী ডাইজেস্ট
৯) ১০ম থেকে ৩৪তম বিসিএস প্রিলির প্রশ্ন [অনেক সময়ই বিগত বছরের প্রশ্ন কমন পড়ে]
 
এখন আসুন দেখি বিজ্ঞান অংশে কি কি ভাগে সংমিশ্রণ থাকে এবং কোন অংশ থেকে কয়টি প্রশ্ন পরীক্ষাতে থাকেঃ
১) পদার্থ বিজ্ঞান [৩/৪ টি প্রশ্ন]
২) রসায়ন বিজ্ঞান [৩/৪ টি প্রশ্ন]
৩) জীব বিজ্ঞান [উদ্ভিনবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান; ২/৩ টি প্রশ্ন]
৪) আধুনিক পদার্থ বিজ্ঞান [১/২ টি প্রশ্ন]
৫) কম্পিউটার বিজ্ঞান [২/৩ টি প্রশ্ন]
৬) প্রযুক্তি [১/২ টি প্রশ্ন]
৭) মেডিক্যাল বিজ্ঞান [১/২ টি প্রশ্ন]
৮) খাদ্য ও পুষ্টি [২/৩ টি প্রশ্ন]
৯) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান [২/৩ টি প্রশ্ন]
১০) কৃষিবিজ্ঞান [১ টি প্রশ্ন]
 
একে একে আপনি যে টপিকগুলো ফলো করবেন তার ধারণা দিচ্ছিঃ
১) পদার্থ বিজ্ঞানঃ
পদার্থ বিজ্ঞান অংশে ৯ম শ্রেণীর পদার্থের বইটা দেখুন।
এই বইয়ে যে অধ্যয়গুলো দেখবেন তাহল
ভৌত পদার্থে বিজ্ঞানঃ পরিমাপ, গতি, মহাকর্ষ ও অভিকর্ষ, তরঙ্গ, সরল দোলক, স্থিতি স্থাপকতা, কাজ, ক্ষমতা ও শক্তি, তরল পদার্থে প্রসারণ, তাপ ও তাপমাত্রা, শব্দ, চুম্বক ও চুম্বকত্ব।
 
আলোক বিজ্ঞানঃ
আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন ও প্রতিসরণ, আলোর বিভিন্ন তত্ত্ব, বর্ণালী, দর্পণ, লেন্স, অতিবেগুনী রশ্মি, অবলোহিত রশ্মি, অপটিক্যাল ফাইবার, লেজার
 
আধুনিক বিজ্ঞানঃ
তেজষ্ক্রিয়তা, আলফা, বিটা, গামা রশ্মির বৈশিষ্ট্য ও ব্যবহার, রঞ্জন রশ্মি, ফিউশন ও ফিশন, লেজার রশ্মি।
 
তড়িত বিজ্ঞানঃ
স্থির তড়িত ও চলতড়িত, বিদ্যুত প্রবাহ ও বর্তনী
 
২) রসায়ন বিজ্ঞানঃ
মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পদার্থে অবস্থা, কঠিন তরল বায়বীয় পদার্থ এবং তাদের সংশ্লিষ্ট প্রশ্ন ও সূত্র, ডালটনের পরমানুবাদ, প্রতীক, সংকেত, যোজনী, মৌল ও যৌগ গঠন, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী, জারণ বিজারণ, রাসায়ানিক বিক্রিয়া, তড়িত বিশ্লেষণ, সক্রিয়তার সিরিজ, বিভিন্ন মৌল সমূহের ধর্ম ও পরিচিতি এবং জৈব যৌগ।
 
৩) জীব বিজ্ঞান দুটি অংশে বিভক্তঃ
 
উদ্ভিদ বিজ্ঞানঃ
উদ্ভিদের পুষ্টি, ফুল ও ফল, ফটোপিরিওডিজম, প্রস্বেদন, শ্বসন, সালোকসংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, মস, ফার্ণ,
 
প্রাণী বিজ্ঞানঃ
প্রাণী পর্বের শ্রেণীবিভাগ, প্রাণীবিদ্যার বিভিন্ন বিভাগের নাম, বিভিন্ন জীবানু রোগের আবিস্কারক, বিভিন্ন বিভাগের জনক, কোষ, প্লাস্টিড, কলা, কোষবিভাজন, বংশগতিবিদ্যা
 
৪) আধুনিক বিজ্ঞানঃ
ইলেক্ট্রনিক্স, অস্থায়ী কণিকা, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয়তা, বিভিন্ন রশ্মির ধর্ম ও ব্যবহার, ফিউশন ও ফিশন, বিভিন্ন শক্তির উতস ও ব্যবহার।
 
৫) কম্পিউটার বিজ্ঞানঃ
কম্পিউটার সম্পর্কিত প্রাথমিক ধারণা, কম্পিউটারের গঠন, প্রকারভেদ, হার্ডওয়ার, সফটওয়ার, কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন টার্ম [যেমন ROM, RAM] ইত্যাদি
 
৬) প্রযুক্তিঃ
বিভিন্ন প্রযুক্তির নাম, আবিষ্কারকের নাম, আবিষ্কারের সময়কাল, আধুনিক প্রযুক্তি এবং প্রকারভেদ
 
৭) মেডিক্যাল বিজ্ঞানঃ
রক্ত, রক্তের গ্রুপ, হৃদপিন্ড, হৃদরোগ, লাসিকা, স্নায়ুতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, গ্রন্থি, সংবেদন পেশি, প্রাথমিক চিকিতসা, বিভিন্ন রোগ-ব্যাধি ও তার প্রতিকার
 
৮) খাদ্য ও পুষ্টিঃ
কার্বোহাইড্রেট / শর্করা, প্রোটিন / আমিষ, লিপিড / স্নেহপদার্থ, ভিটামিন, খনিজ লবণ, পানি; ভিটামিন এর উতস এবং ভিটামিনের অভাবে বিভিন্ন রোগ।
 
৯) ভূগোল ও পরিবেশঃ
ভূ-ত্বক, বারিমন্ডল, বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু
 
১০) কৃষিবিজ্ঞানঃ
বিভিন্ন প্রাণীর রোগ ও প্রতিকার, বিভিন্ন প্রাণীর পালন ও অন্যান্য, উদ্ভিদ পরিচর্চা ইত্যাদি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন