Tital

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

বানান ভুল: প্রাসঙ্গিক প্রয়োজনীয় দিক নির্দেশনা

"ভুল" না কি "ভূল"?
আমরা লিখতে গিয়ে বেশ বানান ভুল করি। এটা স্বাভাবিক। কিন্তু একই ভুল যদি বারবারই করি তাহলে সেগুলো মারাত্বক ভুল। "ভুল" বানানটাও আমরা ভুল করি। অনেকেই আমরা লিখি "ভূল"
(এটা কিন্তু ভুল)....হা হা হা......রসিকতা করছি ভাবছেন?

"পড়ি" না কি "পরি"?
আমার নজরে এই শব্দ সবচেয়ে বেশি ভুল করতে দেখি ফেসবুকে। আমার কাছের এক ফেসবুক বন্ধু, সে প্রায়ই এই বানানটা ভুল লেখে। তার লেখার হাতটাও অনেক ভালো। কিন্তু যখনই দেখি এ ধরণের
কিছু বানান সমস্যা রয়ে গেছে তার লেখনীর মধ্যে, তখনই ঐ লেখার মানটা নিয়ে একটু প্রশ্ন দেখা দেয় !! (তাকে ছোট বা অসম্মান করার জন্য উল্লেখ করি নি এখানে) কেউ যখন ভালো কিছু উপস্থাপন
করতে চায়, তাকে অবশ্যই বানানের দিকে বেশি নজর দিতে হবে।
"Reply" ও "Replay" কি এক জিনিস?
সেদিন একটা মেয়ের সাথে ফোনালাপে এই শব্দের পার্থক্য খুঁজে পেলাম না। আমাকে বলে," তুমি আমাকে চ্যাটে "Replay" দিলে না কেন? আমি কিন্তু রাগ করেছি !" পরক্ষণেই বলে,
"পারলে তুমি আগের বার্তাগুলো "Reply" করে দেখো।" পুরাই উল্টা ব্যাপার !! হা হা হা.....যার কাছ থেকে এই বাক্যগুলো শুনেছি, এটা মেনে নেওয়া যায় না ! তবে এই ভুলগুলো
অনেকের কাছ থেকেই শুনেছি।
"পারি" না কি "পাড়ি"?
আমি রাত জাগতে "পাড়ি" না, কিন্তু রাত জেগে সিনেমা দেখতে "পাড়ি"। ভালভাবে লক্ষ্য করলেই তো বোঝা যায় !! কি ভুল আছে !! আবার লিখি আমরা, সে বিদেশে "পারি"
জমাতে চায়!! এখানেও আমরা উল্টো শব্দ চয়নে অভ্যস্ত হয়ে গেছি অনেকেই.........
কখন "ই" কখন "য়" হবে?
আমি যায়/চায় (ভুল)
আমি যাই/চাই (সঠিক)
সে যাই/চাই (ভুল)
সে যায়/চায় (সঠিক)
তারা যাই/চাই (ভুল)
তারা যায়/চায় (সঠিক)
বি.দ্র. আমি বানান বিশেষজ্ঞ নই, কিন্তু বানানের দিকে খেয়াল করি। সবাইকে আমার নোটটিকে পজিটিভভাবে নিতে অনুরোধ করছি। কারো সাথে আংশিক বা সম্পূর্ণভাবে আমার
নোটের বিষয়বস্তুর সাথে মিলে গেলে আমি দায়ী থাকবো না। দয়া করে কেউ মানহানী মামলা করবেন না.........
উল্লেখ্য, বানান ভুল হওয়াটাই স্বাভাবিক.......তবে বানানের ক্ষেত্রে "হেয়ালী" করা যাবে না !! এটাই বোঝাতে চেয়েছি। ণ-ত্ব ও ষ-ত্ব বিধান না জানলেও সঠিক বানান লেখা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন