Tital

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

এক নজরে বিশ্বকে জেনে নিন

১১-০৩-২০১৩
পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।(আনুমানিক)
আয়তন : ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি প্রায়।
স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গকিমি (মোট আয়তনের ২৯.১%) প্রায়। 
জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%) প্রায়। 
সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি প্রায়।
উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি প্রায়।
পরিধি :
নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি।
মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি।
ব্যাস :
নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি।
মেরুরেখা বরাবর  ১২৭১০ কিমি। কিমি।
ব্যাসার্ধ :
নিরক্ষরেখা থেকে ৬,৩৭৬ কিমি।
মেরুরেখা থেকে ৬,৩৫৫ কিমি।
সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।
সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামুদ্রিক এলাকায়
সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।
স'লসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি।
সর্বাধিক সীমান-বেষ্টিত দেশ : দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান-বেষ্টিত)।
পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।)
সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
আবর্তনের গতিবেগ : ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিমি/ঘন্টা।
সূর্য থেকে দূরত্ব : ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি (প্রায়)।
একমাত্র উপগ্রহ : চাঁদ।
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর।
সর্বত্র দিনরাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
গঠন : লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল
২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।
-আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ : রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গকিমি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল।
-জনসংখ্যার বৃহত্তম দেশ : চীন, ১৩৪ কোটি ৫৮ লাখ [UNFPA ২০০৯]।
-আয়তনে বৃহত্তম মুসলিম দেশ : কাজাখস্থান; ২৭,১৭,৩০০ বর্গকিমি।
-জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ : ইন্দোনেশিয়া।
-আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিক্যান; আয়তন ০.৪৪ বর্গকিমি বা ০.১৭ বর্গমাইল এবং
-লোকসংখ্যা ৯২০ জন (মার্চ ২০১০)।
-মহাসাগর : ৫টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা এন্টার্কটিকা
১২-০৩-২০১৩
মহাসাগর ও উত্তর বা আর্কটিক মহাসাগর।
****বৃহত্তম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
****গভীরতম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
****মহাসাগরের সর্বোচ্চ গভীর খাত : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
****গভীরতম সাগর : ক্যারিবিয়ান সাগর, যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬ মিটার।
****বৃহত্তম সাগর : দক্ষিণ চীন সাগর (আয়তন ২৯,৭৪,৬০০ বর্গকিমি)।
****দীর্ঘতম নদী : নীল নদ, আফ্রিকা, দৈর্ঘ্য ৬৮২৫ কিমি।
****উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
****বৃহত্তম হ্রদ দ্বীপ : ম্যানিটুলিন, (হিউরন হ্রদ, অন্টারিও; আয়তন ১০৬৮ বর্গমাইল বা ২৭৬৬           
       বর্গকিমি)
****বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান, অবস্থান এশিয়া-ইউরোপ; আয়তন ৩,৭১,০০০ বর্গকিমি।
****গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ, রুশ ফেডারেশন; গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার।
****মহাদেশ : ৭টি; এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং
        আন্টার্কটিকা।
***আয়তনের বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গকিমি।
***লোকসংখ্যায় বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪১২ কোটি ১১ লাখ [UNFPA ২০০৯]।
***জনশূন্য মহাদেশ : এন্টার্কটিকা।
***স্বাধীন দেশ : ১৯৪টি।
***জাতিসংঘভুক্ত দেশ : ১৯২টি।
***এলডিসিভুক্ত দেশ : ৪৯টি।
***সর্বশেষ স্বাধীন দেশ : কসোভো; স্বাধীনতা লাভ করে ১৭ ফেব্রুয়ারি ২০০৮।
***সর্বোচ্চ সংখ্যক স্বাধীন দেশ রয়েছে : আফ্রিকা মহাদেশে (৫৩টি)।
***প্রধান ধর্ম : ইসলাম, খ্রিষ্ট, বৌদ্ধ, হিন্দু প্রভৃতি।
***উত্তরের নগরী : হ্যামারফাষ্ট (নরওয়ে)।
***দক্ষিণের নগরী : পুয়োর্তো উইলিয়াম (চিলি)।
***ছিদ্রায়িত রাষ্ট্র : ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানমারিনো রাষ্ট্র অবস্থিত।
***প্রাচীনতম দেশ : সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
***উচ্চতম রাজধানী : লাপাজ।
***সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ : ভারত।
***পারমাণবিক শক্তিধর রাষ্ট্র : ৮টি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া)।
***উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেষ্ট, চীন নেপাল; ৮৮৫০ মিটার বা ২৯,০৩৫ ফুট।
***ঘনবসতিপূর্ণ দেশ : মোনাকো;  ১৬,২০৫ জন প্রতি বর্গকিমি []।
***কম ঘনবসতিপূর্ণ দেশ : মঙ্গোলিয়া ও নামিবিয়া ২ জন প্রতি বর্গকিমি।
***জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২%। [UNFPA ২০০৯]।
***মহিলা প্রতি উর্বরতার হার : ২.৫৪ শতাংশ।
***মাথাপিছু আয় : ৯,৯৭২ মার্কিন ডলার।
***সর্বোচ্চ মুদ্রাস্ফিতির দেশ : জিম্বাবুয়ে।
***সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধিহারের দেশ : কাতার, ১০.৭% [UNFPA ২০০৯]।
***সর্বাধিক শিশু মৃত্যুহারের দেশ : সিয়েরা লিওন, প্রতি হাজার জীবিত জনে ২৬২ জন মরে।
***সর্বনিম্ন শিশু মৃত্যুহারের দেশ : সিঙ্গাপুর, সুইডেন, লুক্সেমবার্গ, লিচটেনষ্টাইন, আইসল্যান্ড; প্রতি হাজার
জীবিত জনে ৩ জন।
**সর্বোচ্চ গড় আয়ুর দেশ : জাপান;  ৮২.৭ বছর [UNFPA ২০০৯]।
**সর্বনিম্ন গড় আয়ুর দেশ : আফগানিস্থান, ৪৩.৬ বছর [ মানব উন্নয়ন রিপোর্ট ২০০৯]।
**সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
**বৃহত্তম রাজধানী শহর (জনসংখ্যায়) : টোকিও (জাপান); ৩ কোটি ৫৩ লাখ ২৭ হাজার।
**বৃহত্তম নগর (জনসংখ্যায়) :  সাংহাই (চীন);  ১ কোটি ৩৩ লাখ।
**উষ্ণতম স্থান : দালোল, দেনাকিল ডিপ্রেসন, ইথিওপিয়া; বার্ষিক গড় তাপমাত্রা ৯৩.২০ ফারেনহাইট বা ৩৪০ সেন্টিগ্রেড।
১৪-০৩-২০১৩
**বৃহত্তম মরুভূমি :
   - উষ্ণমণ্ডলীয়:  সাহারা, উত্তর আফ্রিকা; ৩৫,০০,০০০ বর্গমাইল বা ৯১,০০,০০০ বর্গকিলোমিটার।
   - উপকূলীয়:  আতাকামা, চিলি; ৫৪,০০০ বর্গমাইল বা ১৩৯,৮৬০ বর্গকিলোমিটার।
   - নাতিশীতোষ্ণ:  গোবি মরুভূমি, চীন; ৫,০০,০০০ বর্গমাইল বা ১২,৯৫,০০০ বর্গকিলোমিটার।
**পৃথিবীর বৃহত্তম অরণ্য : তৈগা।
**বৃহত্তম দ্বীপ: গ্রিনল্যান্ড, যার আয়তন ৮,৪০,০০৪ বর্গ মাইল বা ২১,৭৫,৬০০ বর্গকিলোমিটার। উল্লেখ্য,
**অষ্ট্রেলিয়া হলো ব্যাপকভাবে মহাদেশীয় ভূখণ্ড হিসেবে পরিচিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যার আয়তন
২৯,৪১,৫১৭ বর্গমাইল বা ৭৬,১৮,৪৯৩ বর্গকিলোমিটার।
**বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া, যার আয়তন ৭,৩৫,৩৫৮ বর্গমাইল বা ১৯,০৪,৫৬৯ বর্গকিলোমিটার।
**বৃহতত্ম আগ্নেয় দ্বীপ : সুমাত্রা, ইন্দোনেশিয়া; আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল বা ৪,৪৩,০৬৬ বর্গকিলোমিটার।
**শীতলতম স্থান : প্লাটু ষ্টেশন, এন্টার্কটিকা; বার্ষিক গড় তাপমাত্রা- ৫৬.৭০ সেলসিয়াস।
**আর্দ্রতম স্থান : মসিনরাম, আসাম, ভারত; বার্ষিক গড় বৃষ্টিপাত ১১,৮৭৩ মিলিমিটার বা ৪৬৭৪ ইঞ্চি।
**শুষ্কতম  স্থান : আতাকামা মরুভূমি, চিলি (বার্ষিক বৃষ্টিপাত অনুযায়ী)।
**শুষ্কতম স্থান (জনবসতিপূর্ণ) : আসওয়ান, মিশর; বার্ষিক বৃষ্টিপাত ০.০২”।
**আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান :  বুয়েনা ভেনতিয়া, কলম্বিয়া, বার্ষিক বৃষ্টিপাত ২৬৭ ইঞ্চি বা ৬৭৮১.৮০ মিলিমিটার।
সংক্ষিপ্ত আকারে বিশ্বের মহাদেশ পরিচিতি
*এশিয়া :
--আয়তন(বর্গ কিমি) : ৪,৪৫,৭৯,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ৩০%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৬০.৪০%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৪৪
--জাতিসংঘভূক্ত দেশ : ৪৪
--সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এভারেষ্ট (৮৮৫০)
--সর্বনিম্ন স্থান (মিটার) : মৃত সাগর (-৪০০)
*আফ্রিকা :
--আয়তন(বর্গ কিমি) : ৩,০০,৬৫,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ২০.০%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ১৪.২৯%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৫৩
--জাতিসংঘভূক্ত দেশ : ৫৩
--সর্বোচ্চ স্থান (মিটার) : কিলিমাঞ্জারো (৫৯৬৩)
--সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আসাল (-১৫৬)
*উত্তর আমেরিকা :
--আয়তন(বর্গ কিমি) : ২,৪৪,৭৪,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ১৬.৫%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৭.৯৮%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ২৩
--জাতিসংঘভূক্ত দেশ : ২৩
--সর্বোচ্চ স্থান (মিটার) : ম্যাককিনলে (৬১৯৪)
--সর্বনিম্ন স্থান (মিটার) :  ডেথ ভ্যালি (-৮৬)
*দক্ষিন আমেরিকা :
--আয়তন(বর্গ কিমি) : ১,৭৮,১৯,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ১২%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৫.৮২%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ১২
--জাতিসংঘভূক্ত দেশ : ১২
--সর্বোচ্চ স্থান (মিটার) : একাঙ্কাগুয়া (৬৯৫৯)
--সর্বনিম্ন স্থান (মিটার) :  পেনিনসুলা (-৪০)
*ইউরোপ :
--আয়তন(বর্গ কিমি) : ৯৯,৩৮,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ৬.৮%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ১১.০০%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৪৮
--জাতিসংঘভূক্ত দেশ : ৪৬
--সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এলব্রাস (৫৬৩৩)
--সর্বনিম্ন স্থান (মিটার) : কাস্পিয়ান সাগর (-২৮.০)
*ওশেনিয়া :
--আয়তন(বর্গ কিমি) : ৮৪,৮৪,৬২০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ৫.৮%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ০.৫১%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ১৪
--জাতিসংঘভূক্ত দেশ : ১৪
--সর্বোচ্চ স্থান (মিটার) : পুঁসাক জায়া (৪৮৮৪)
--সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আয়ার (-১১৬)
*এন্টার্কটিকা :
--আয়তন(বর্গ কিমি) : ১,৩২,০৯,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ৮.৯%
--সর্বোচ্চ স্থান (মিটার) : ভিনসন ম্যাসিফ (৪৮৮৪)
--সর্বনিম্ন স্থান (মিটার) : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ (-২৫৫.৫)
*বিশ্বের দীর্ঘতম যা কিছু:
-> নদী (যৌথভাবে) : মিসিসিপি মিসৌরী
-> প্রাচীর : চীনের মহাপ্রাচীর
-> পর্বতমালা : আন্দিজ পর্বতমালা
-> সমুদ্র সৈকত : কক্সবাজার
-> প্রণালী : তাতার প্রণালী
-> উড়াল সড়কসেতু : বাং না এক্সপ্রেসওয়ে (থাইল্যান্ড, ৫৪ কিমি)
-> খাল : গ্র্যান্ড খাল
-> কৃত্রিম খাল : সুয়েজ খাল
-> রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
-> নদী : নীল নদ
-> সাঁতারের পথ : ইংলিশ চ্যানেল
-> বিরতিহীন ট্রেন : ফ্লাইং স্কটসম্যান
-> রেল সুড়ঙ্গ : তান্না (জাপান)
-> গিরিখাত : মালাক্কা অববাহিকা
-> নদী অববাহিকা : আমাজান অববাহিকা
-> প্রাণী (দীর্ঘজীবী) : কচ্ছপ (জীবনকাল ১৯০-২০০ বছর)
-> লস্ফ প্রাণী : ক্যাঙ্গারু
-> করিডোর : রামেশ্বরম মন্দিরের করিডোর
-> গলাবিশিষ্ট প্রাণী : জিরাফ
-> মূর্তি : মাদারল্যান্ড (রাশিয়া)
-> চলচ্চিত্র : দি হিউম্যান কন্ডিশন
-> যুদ্ধ : শতবর্ষব্যাপী যুদ্ধ (ফ্রান্স-ব্রিটেন)
-> জাহাজ : এমভি মন্ট (পূর্বনাম কনক নেভিস)
-> মিলিটারি জাহাজ : এন্টারপ্রাইজ ক্লাস
-> যাত্রীবাহী জাহাজ : ওয়াসিস অব দ্য সি
-> কাঠের জাহাজ : পিটার ভন ড্যানজিং
-> সমুদ্র প্রাচীর : সাইমেনজিয়াম সি ওয়াল (দ. কোরিয়া)
-> সমুদ্র সেতু : হাংবু বে সেতু (চীন)
-> ঝুলন্ত সেতু : সুতং সেতু (চীন)
-> রেলওয়ে টানেল : সেইকান টানেল (জাপান
*বিশ্বের দ্রুততম যা কিছু:
-> প্রাণী : চিতা বাঘ
-> পাখি : সুইফট পাখি
-> মাছ : টুনি মাছ
-> সাপ : আফ্রিকার কালো মাম্বা
-> যাত্রীবাহী বিমান : কনকর্ড
-> যুদ্ধবিমান : লকহিড YF 123 (শব্দের চেয়ে তিনগুণ বেশি দ্রুত)
-> ট্রেন : হারমনি এক্সপ্রেস (চীন)
১৭-০৩-২০১৩
*বিশ্বের উচ্চতম যা কিছু
-> মহাসাগর : প্রশান- মহাসাগর
-> খাদ : মারিয়ানা ট্রেঞ্চ (প্রশান- মহাসাগর)
-> সাগর : ক্যারিবিয়ান সাগর
-> উপসাগর : মেক্সিকো উপসাগর
-> হ্রদ : বৈকাল হ্রদ
-> প্রাণী : জিরাফ
-> শহর : ওয়েন চুয়ান (তিব্বত)
-> রাজধানী : লাপাজ (বলিভিয়া)
-> টিভি মাস'ল : কেভিএলওয়াই টিভি মাস্তুল (যুক্তরাষ্ট্র)
-> দেশ : তিব্বত
-> পর্বতমালা : হিমালয়
-> পর্বতশৃঙ্গ : এভারেষ্ট (নেপাল)
-> মিনার : বাদশাহ হাসান মসজিদের মিনার (মরক্কো)
-> স্থান : আজিজিয়া (লিবিয়া)
-> মালভূমি : পামির
-> ভবন : বুর্জ খলিফা (সংযুক্ত আরব আমিরাত)
-> আগ্নেয়গিরি : কটাপেক্সী (আন্দিজ, ইকুয়েডর)
-> জলপ্রপাত : এঞ্জেল (ভেনিজুয়েলা)
-> হ্রদ : টিটিকাকা (বলিভিয়া)
-> গলনাঙ্ক : ট্যাংষ্টেন
-> বৃক্ষ : ক্যালিফোর্নিয়ার উপকূলের রেড উড শ্রেণীর গাছ
-> গিরিপথ : আল্পিনা
-> বিশ্বের গভীরতম
*বিশ্বের ক্ষুদ্রতম যা কিছু
-> মহাদেশ : ওশেনিয়া
-> দেশ : ভ্যাটিকান সিটি
-> মুসলিম দেশ : মালদ্বীপ
-> দিন : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
-> রাত : ২১ জুন (উত্তর গোলার্ধে)
-> নদী : ডি রিভার (যুক্তরাষ্ট্র)
-> পাখি : হামিং বার্ড
-> মহাসাগর : আর্কটিক মহাসাগর
-> গ্রহ : বুধ
-> গির্জা : চ্যাপেন্স অব সান্তা-ইসাবেল (ভ্যাটিকান সিটি)
-> ফুল : পিলিয়া মাইক্রোফোলিয়া
-> প্রজাতন্ত্র : নাউরু
-> মাছ : ইনষ্ট্যান্ট ফিস (ওজন ১ মি. গ্রাম)
-> সাবমেরিন : সেরাফিনা (দৈর্ঘ্য ৪০ সেমি)
*বিশ্বের বৃহত্তম যা কিছু
-> মহাদেশ : এশিয়া
-> মহাসাগর : প্রশান্ত মহাসাগর
-> দেশ (আয়তনে) : রাশিয়া
-> দেশ (জনসংখ্যায়) : চীন
-> জনসংখ্যায় (মুসলিম দেশ) : ইন্দোনেশিয়া
-> মুসলিম দেশ (আয়তনে) : কাজাখস্তান
-> গ্রহ : বৃহস্পতি
-> নক্ষত্র : আর-১৩৬-এ
-> ঘণ্টা : মস্কোর ঘণ্টা
-> পাখি (ওজনে) : উটপাখি (১৫৫ কেজি)
-> চলচ্চিত্র প্রেক্ষাগৃহ : রক্সি (নিউইর্য়ক)
-> দিন : ২১ জুন (উত্তর গোলার্ধে)
-> রাত : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
-> ব-দ্বীপ : বাংলাদেশ
-> মরুভূমি : সাহারা
-> সাগর : দক্ষিণ চীন সাগর
ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন